বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অর্ন্তগত সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে জমির পরিমাণ প্রায় ১ একর । বিদ্যালয়টিতে একটি আধাপাকা ভবন খুবই পুরাতন ও ঝুকিপূর্ণ এবং তিন শ্রেণি কক্ষ বিশিষ্ট আরও একটি ভবন এলজিইডি এর আওতায় ২০০২ সনে পূণঃ নির্মান করা হয়। বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ৫৫০ জন। শ্রেণি কক্ষ ও শিক্ষক স্বল্পতার জন্য পাঠদান খুবই অসুবিধা হয়।
বিদ্যালয়টি ১৯৬৩ সালে সরকারি অনুদানে একটি আধাপাকা ভবন নির্মাণ করা হয় । বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়।বিদ্যালয়ের নামটি উক্ত গ্রামের মৌজার নামানুসারে নাম রাখা হয় জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১ম-ছাত্র -৬১, ছাত্রী -৮১ মোট =১৪২
২য়-ছাত্র -৬০, ছাত্রী -৬৬ মোট =১২৬
৩য়-ছাত্র -৫৮, ছাত্রী -৪৩ মোট =১০১
৪র্থ-ছাত্র -৩৭, ছাত্রী -৩৭ মোট =৭৪
৫ম-ছাত্র-৩১, ছাত্রী -৩১ মোট =৬১
১। হাজী আরজক আলী সভাপতি
২। মোঃ নুরুল ইসলাম সহ সভাপতি
৩। বিজিত রঞ্জন দাশ সদস্য সচিব
৪। সাইফুল ইসলাম দাতা
৫। ফারুখ আহমদ সদস্য
৬। মনসুর আহমদ সদস্য
৭। জুলেখা বেগম সদস্য
৮। রজব আলী সদস্য
৯। ফখরুল ইসলাম সদস্য
১০। রাহেলা বেগম সদস্য
১১। অনিতা দে সদস্য
১২। আপ্তাবান বেগম সদস্য
২০০৭- ৯৫%, ২০০৮-১০০%, ২০০৯-৯০%, ২০১০- ৯৮%, ২০১১- ৯৪% ২০১২-৯৬% ২০১৩-১০০%
সুবিধাভোগী- ২৭০জন
শতভাগ ভর্তি নিশ্চিত এবং বিগত পাঁচ বছরের সমাপনী পরীক্ষায় ফলাফল সন্তোষজনক।
আগামীতে সমাপণী পরীক্ষার ফলাফল ১০০% করা এবং বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয়ে পরিণত করা ।
০১৭১৭-০১৯৭৪০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস