বিদ্যালয়টি সিলেট- সুনামগঞ্জ মহা সড়কের দক্ষিণ পাশে জাউয়া বাজার থেকে ৫ কি. মি. দক্ষিণ সিরাজগঞ্জ বাজার রাস্তার পূর্ব পাশে সিংচাপইড় ইউনিয়নে অবস্থিত।বিদ্যা্লয়ের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা মোটামোটি ভাল।বিদ্যালয়ের শিক্ষার্থিদের তুলনায় শ্রেণি কক্ষকম। ছাত্র/ছাত্রী সংখ্যায় ৫০০ জন । মাত্র ৫টি শ্রেণি কক্ষ রয়েছে।গ্রাম বাসীরা নিজ উদ্যোগে ২টি শ্রেণি কক্ষ টিনশেড দিয়ে তৈরী করেছেন।
বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। একতা নামে উক্ত বিদ্যালয়ের নাম করণ করা হয়। বিদ্যালয়ের লেখাপড়ার মান সন্তোষজনক । প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে । গ্রাম বাসীর আর্থিক অবস্থা মোটামুটি ভাল।তবে শিক্ষিতের হার কম। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতেভর্তির হার ১০০%। স্থানীয় জনগনের মধ্যে প্রাথমিক শিক্ষা সচেতনতা আগের চেয়ে বেশি।ঝরে পড়ার হার দিনদিন কমে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস